দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বুয়েটে। এ উত্তেজনার মূল কারণ প্রভোস্টের কক্ষে থাকা সিসিটিভি ফুটেজ। অপেক্ষমাণ শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখার দাবিতে অনড়। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের প্রশাসন থেকে বলা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখা ছাত্রদের মামলার সাক্ষী হতে হবে।

অপেক্ষমাণ শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ নিয়ে টালবাহানা শুরু করেছে। হল কর্তৃপক্ষ প্রথমে একজন শিক্ষার্থীকে সিসিটিভি ফুটেজ দেখাতে চায়। এরপর শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর পাঁচজন ছাত্র সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন বলে জানা যায়। পাঁচজন শিক্ষার্থী ফুটেজ দেখার জন্য রাজি হলে তাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যারা ফুটেজটি দেখবেন তাদের মামলার সাক্ষী হতে হবে।

শিক্ষার্থীরা এমন দাবির বিপরীতে বলেছেন, দফায় দফায় দর কষাকষির অবসান করে সত্যটা বেরিয়ে আসুক।

আবরার হত্যাকাণ্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখা গেছে কিছুটা

ভিডিওটি দেখুন

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৭,২০১৯)