দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম নাইমুর রহমান (২৭)। তার ব্যাগে ১ কোটি ২০ লাখ টাকা ছিল বলে দাবি করেছেন নাইমুর।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথমে ডিবি পরিচয় দিয়ে ব্যবসায়ী নাইমুরকে বহনকারী ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে ছিনতাইকারীরা। তাকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে নাইমুরের কাছ থেকে কোটি টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় পল্টন থানার টহল পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিযে পালিয়ে যায়। তবে পালানোর সময় টাকার একটি ব্যাগসহ সোহাগ নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় নাইমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পথচারীরা।

সোহাগের কাছ থেকে উদ্ধার করা ব্যাগে ২৫ লাখ ৮৯ হাজার টাকা ছিল। অন্য ব্যাগগুলো নিয়ে গেছে ছিনতাইকারীরা। নাইমুর পুলিশের কাছে বলেছে, দুই ব্যাগে তার ১ কোটি ২০ লাখ টাকা ছিল।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার বলেন, ‘হাতেনাতে আটক ছিনতাইকারী সোহাগকে নিয়ে তার সহযোগীদের গ্রেফতার এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১১,২০১৯)