দ্য রিপোর্ট ডেস্ক: সৌদি আরবে একটি বাস দুর্ঘটনার পর আগুন লেগে অন্তত ৩৫ ওমরাহযাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার মদীনার আল আখাল সেন্টারে একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই বিদেশি নাগরিক বলে জানা গেছে।

সোউদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা কোন দেশের নাগরিক সেটাও এখনও নিশ্চিত নয়।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৭,২০১৯)