দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বৃহত্তম নগরী অকল্যান্ডের একটি নির্মাণস্থলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এসময় আগুনের দ্রুত ছড়িয়ে এলাকাটি কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সময় নগরীর কেন্দ্রস্থলের অনেক এলাকা বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয়।

দেশটির দমকল ও জরুরি সংস্থা জানায়,আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ১০মিনিটের দিকে স্কাই সিটি কনভেনশন সেন্টারের ছাদে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

নিউজিল্যান্ডের বৃহত্তম নগরীর এ কেন্দ্র ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার পর অফিস কর্মীদের সেন্টারের ভিতরে অবস্থান করার ব্যাপারে সতর্ক করা এবং এসি বন্ধ করে দিতে বলা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২২,২০১৯)