দ্য রিপোর্ট প্রতিবেদক: হঠাৎ সৃষ্টি হওয়া ক্রিকেটের সংকট আপাতত কেটে গেছে । আজ(বুধবার) রাতে আলোচনার পর ক্রিকেটারদের ১১টি দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। আজ যোগ হওয়া দুটি অতিরিক্ত দাবি (রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদের সম মর্যাদা) নিয়ে পরবর্তী সময় আলোচনার আশ্বাসও দিয়েছেন তিনি।

মিরপুরে বিসিবি কার্যালয়ে আলোচনার পর গত সোমবার ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। ফলে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ভারত সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন তাঁরা। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে।

(দ্য রিপোর্ট/ টিআইএম/২৩ অক্টোবর,২০১৯)