দ্য রিপোর্ট প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও খোকাকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।

এর আগে, আজ বৃহস্পতিবার বেলা এগারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোকার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে বেলা ১২টা মৃতদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারে। দুপুর দেড়টা নাগাদ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে খোকার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। দুপুর ৩টায় নেওয়া হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে। সব শেষে পুরান ঢাকার গোপীবাগে নিজ বাসা হয়ে ধূপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে খোকাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ১৮ অক্টোবর মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৭,২০১৯)