দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবার আগে অজস্র মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয় দল। সাথে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ্‌ রিয়াদ। আর দুটি ছক্কা হলে ছক্কার অর্ধশতক করবে মাহামুদউল্লাহ্‌।

আজ আরো দুটি ছক্কা মারলেই বাংলাদেশের হয়ে প্রথম টি-২০তে অর্ধশত ছক্কার রেকর্ড গড়বেন তিনি। কারণ এ পর্যন্ত কোনো টাইগারই টি-২০তে এতো ছক্কা হাঁকাননি। টি-২০তে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের ছক্কা সংখ্যা মাহমুদুল্লাহর চেয়ে অনেক কম।

মাহমুদুল্লাহর পর সবচেয়ে বেশি ছক্কা তামিমের, ৪১টি। সাকিবের ছক্কা সংখ্যা ৩৩টি আর মুশফিকের ৩১টি। আজ তাই রেকর্ড গড়ার দৌড়েঁ এগিয়ে মাহমুদুল্লাহ।

মাহমুদউল্লাহ ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে নেতৃত্ব দিয়ে। আজ তিনি দাঁড়িয়ে ব্যক্তিগত আরেক অর্জনের সামনেও। দুটি ছক্কা মারলে টি-টোয়েন্টিতে ছক্কার হাফ সেঞ্চুরি হয়ে যাবে তাঁর। যে কীর্তি আর অন্য কোনো বাংলাদেশি তারকার নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৭,২০১৯)