দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘণ্টায় প্রায় দেড়শ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে উপকূলের দিকে ছুটে আসছে সুপার সাইক্লোন বুলবুল। আজ শনিবার সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে ফুঁসতে থাকা এই ঝড়। এর প্রভাব থাকতে পারে ২৪ ঘন্টা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সন্ধ্যায় উপকূল অতিক্রম করা শুরু করলে, ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে এটা উপকূল অতিক্রম করে যাবে। এরপর এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করে বরিশাল, ঢাকা, কুমিল্লা অঞ্চল দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দরবন অতিক্রম করার পর ঘূর্ণিঝড়ের বেগ অনেক থাকবে। বিকেল ৪টা বা ৫টা থেকে ধরলে আগামী ২৪ ঘণ্টা পুরো বাংলাদেশে এর প্রভাব থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, রাত ৯টা ৬ মিনিটে জোয়ারের বা জলোচ্ছ্বাসের সর্বোচ্চ উচ্চতা ২ দশমিক ৮৫ মিটার হতে পারে পশুর নদীতে। পশুর নদী ছাড়াও খুলনা ও বরিশালে যেসব নদীতে জোয়ার থাকবে সেখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৯,২০১৯)