দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন। এদিন কোম্পানিটি ২৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। হাত বদল হয়েছে গ্রামীনের ৭ লাখ ৫০ হাজার ২৯৩টি শেয়ার।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ন্যাশনাল টিউবস। কোম্পানিটি ১৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এই কোম্পানি ৯ লাখ ৫৯ হাজার ১৫৩টি শেয়ার হাতবদল হয়েছে।

সর্বোচ্চ লেনদেনের তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট, মুন্নু জুট স্ট্যাফলার্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, নিটল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড।

অন্যদিকে ডিএসই’তে গতকালের লেনদেন শেষে দড় বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন কোম্পানিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ১০ বারে ২০ লাখ ৮৭ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৩৮ বারে ৭ লাখ ৪ হাজার ১৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ দশে থাকে অন্য কোম্পানিগুলো হলো- সী পার্ল বীচ, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবি ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এএফসি অ্যাগ্রো, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২০,২০১৯)