দ্য রিপোর্ট প্রতিবেদক: ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন।

১৯৫২’র ভাষা আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। ১৯৫২’র ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করতে গিয়ে তিনি পুলিশের লাঠিচার্জে মারাত্মক আহন হয়েছিলে। কর্মজীবনে তিনি ঢাকার আনন্দময়ী স্কুল, লিটল এ্যঞ্জেলস, আজিমপুর গার্লস স্কুল, নজরুল একাডেমি এবং আলেমা একাডেমিতে শিক্ষকতা করেন।

২০০০ সালে তিনি চিটার্স ট্রেনিং কলেজ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এই ভাষা সংগ্রামীর জন্ম হয়েছিল ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর সিলেটের কুলাউড়ায়।

বিকাল সাড়ে তিনটায় ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চুর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। মরহুমার পূর্বইচ্ছা অনুয়ায়ী কুলাউড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৩,২০১৯)