দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী করা হয়েছে দলটির চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক আবু সুফিয়ানকে।

মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবু সুফিয়ান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। উপ-নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিন।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল। গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এরপর আসনটিকে শূন্য ঘোষণা করে গত ১ ডিসেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষাণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২২ ডিসেম্বর।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১০,২০১৯)