বরিশাল প্রতিনিধি: বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি শাহরুখ-২ ও কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাজি মো: দুদু মিয়া-১ নামে কার্গোটি ডুবে যায় বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ১০টায় বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে।

রিশাল বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু জানান, যাত্রী নিয়ে বরগুনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী লঞ্চ ‘এমভি শাহরুখ-২’।কীর্তনখোলা নদী অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ‘এমভি হাজী মুহম্মদ দুদু মিয়া’ নামে একটি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোর ৮০ শতাংশ ডুবে যায় এবং লঞ্চের তলা ফেটে যায়।

মিঠু বলেন, তাৎক্ষণিকভাবে লঞ্চের চালক নদীর পূর্ব প্রান্তে চরকাউয়া খেলাঘাট এলাকায় লঞ্চটি ভিড়িয়ে দেন এবং এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের অন্য কোনো উপায়ে গন্তব্যে পৌঁছে দেওয়া যায় কিনা সে বিষয়টি আলোচনা চলছে।

তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আজমল হুদা মিঠু জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৫,২০১৯)