দ্য রিপোর্ট ডেস্ক: ঘরের মাঠেই ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত জয় লাভ করেছে। চেন্নাইয়ে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে ক্যারিবীয়রা। এই জয়ের পুরো কৃতিত্ব হেটমায়ার ও শাই হোপের। কারণ তাদের জোড়া শতরানে এসেছে এই জয়।

টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৭ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে ১১ রানে সুনিল আম্রিসকে হারায় উইন্ডিজ। এরপরই শুরু হয় হেটমায়ার তান্ডব। আগ্রাসী মেজাজে ব্যাট করে অভ্যস্ত এই বাঁহাতি ছিলেন দারুণ ছন্দে। দ্রুত রান বাড়াতে থাকেন তিনি। চার-ছয়ের ঝড়ে ৮৫ বলে তুলে নেন সেঞ্চুরি। অবশ্য এই সেঞ্চুরিও তার ব্যক্তিগত দ্রুততম নয়। এর আগে ওয়ানডেতে তার চারটি সেঞ্চুরিই ছিল আরও কম বলে।

দ্বিতীয় উইকেটে ২১৮ রানের জুটিতেই খেলার ফল প্রায় নিশ্চিত হয়ে যায়। আগ্রাসী হেটমায়ার ১৩৯ করে মোহাম্মদ শামির বলে ফিরলে নিকোলাস পুরানকে নিয়ে বাকিটা সারেন হোপ। পুরান অপরাজিত ছিলেন ২৩ বলে ২৯ রান করে। আর হোপ অপরাজিত ছিলেন ১০২ রানে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৬,২০১৯)