দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বৈধ কার্ডধারী সাংবাদিকরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না।

গত রোববার নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষে ২৯ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ঢাকা সিটিতে সব ধরনের বেবিট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একই সময় লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোড চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সনাতনী ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা হওয়ায় এই ভোটগ্রহণের দিন পরিবর্তনের দাবি উঠেছিল। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হয়েছে। কমিশন এখন রিটের শুনানির অপেক্ষায় রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৩,২০২০)