দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আমেরিকায় স্থায়ী হচ্ছেন। রবিবার (১২ জানুয়ারি) দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন শাকিব খান।

এ বিষয়ে শাকিব খান বলেন, কিছু অনলাইন সংবাদমাধ্যমের খবর দেখে আমি অবাক হয়েছি। আমাকে নিয়ে এই ধরনের সংবাদ প্রকাশ করার কোনো মানেই হয় না। মাঝে মাঝে মনে হয়, আমার বিষয়ে তারাই বেশি জানে।

তিনি আরো বলেন, আমেরিকায় স্থায়ী হওয়ার খবরটি ভিত্তিহীন। এটি গুজব ছাড়া কিছুই না। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব এমন খবরে আপনারা কান দিবেন না।

রবিবার (১২ জানুয়ারি) থেকে শাকিব খানের আমেরিকায় স্থায়ী হওয়ার খবর রটে। দক্ষ অ্যাজেন্সির মাধ্যমে তিনি নাকি ইবি ভিসার জন্য আবেদন করেছেন। তার কাহজপত্র দেখাশুনা করছেন একজন নেপালি। গেল ডিসেম্বরে শাকিব সবুজ সংকেত পেয়েছেন। শিগগিরই শাকিব গ্রিন কার্ড হাতে পাবেন। এরপর শাকিব খান এ বিষয়ে মুখ খুলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৩,২০২০)