দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত শতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালের আগস্ট মাসে এই বস্তিতে ভয়াবহ আগুন লাগে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৪,২০২০)