দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই পুড়ে গেছে শতাধিক ঘর।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।

তবে প্রত্যক্ষদর্শী ও পুড়ে যাওয়া বস্তির কয়েকজন বাসিন্দা জানান, আগুনে বস্তিটির শতাধিক ঘর পুড়ে গেছে।

এর আগে ভোর সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতরসহ নগরীর বিভিন্ন স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৪,২০২০)