দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকায় ৮৩ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে দেহইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

আরিয়ানা আফগান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৪০০ বিমানটি উড্ডয়নের পর ঘাঞ্জি প্রদেশের ওই পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই সরকারি কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৭,২০২০)