দ্য রিপোর্ট প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ইতোমধ্যে চীনের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনো উহান শহরে ১৭১ জন বাংলাদেশি রয়েছেন। তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আইএস জঙ্গি শামীমা বেগমকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামীমা ব্রিটিশ নাগরিক। সে বা তার পরিবার কখনো বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেননি। এখন সে আসতে চাইলেও আসতে দেয়া হবে না। আমরা কোনোভাবেই এই ধরনের জঙ্গিদের গ্রহণ করবো না।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরীর কুমারপাড়ায় মালঞ্চ কমিউনিটি সেন্টার মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৫,২০২০)