দ্য রিপোর্ট প্রতিবেদক: কচুরিপানা খাওয়া নিয়ে মন্তব্যের জেরে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘আমার বক্তব্য বিকৃত হয়েছে, কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কচুরিপানার বিষয়ে আমার কৃষি গবেষকদের বলেছি, কাউকে কচুরিপানা খাওয়ার জন্য আমি কখনো বলি নাই। আমি বাঙালি এই বাঙলার মানুষ। আমি কিভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি। তাহলে আমি কি কচুরিপানা খাই আপনারাই বলেন? আমি আমার গবেষকদের গবেষণা করতে বলেছি। গবেষণাতো কতো কিছু নিয়েই করা যায়। আমি শুধু কচুরিপানা নয় কাঁঠাল ছোট করার বিষয়েও আমার গবেষকদের গবেষণা করতে বলেছি।’

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশাকরি প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেয়া নয়। সবাই যেনো বিষয়টি বুঝে শুনি লিখি।’

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৮,২০২০)