দ্য রিপোর্ট ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টোকিও-২০২০ অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে নিতে সম্মত হয়েছেন আয়োজকরা। টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল এ বছরের ২৪ জুলাই। তবে মঙ্গলবার (২৪ মার্চ) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাজি হয়েছে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার। অলিম্পিক গেমসের ১২৪ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এই বৈশ্বিক আয়োজন স্থগিতের নজির ঘটেছে।

করোনার প্রকোপে অবশ্য আগে থেকেই অলিম্পিক পেছানোর চাপ আসছিল গ্রেট ব্রিটেন, নরওয়ে, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ থেকেই। শেষ পর্যন্ত সেই চাপের সামনে গেমস স্থগিতের সিদ্ধান্তই নিতে হয়েছে আইওসিকে। ইউএসএ টুডেকে ডিক পাউন্ড বলেছেন, ‘আইওসির কাছে যে তথ্য আছে, তার ওপর ভিত্তি করে সংস্থাটি গেমস স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপর কী হবে, তা এখনো ঠিক করা হয়নি। তবে আমি যত দূর জানি, গেমস আপাতত ২৪ জুলাই শুরু হচ্ছে না।’

এর আগে গতকালই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির সংসদে গেমস স্থগিতের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখার কথা বলেছেন, ‘অলিম্পিক স্থগিতের ঘোষণা দেওয়াটা আমাদের জন্য অনিবার্য হয়ে উঠতে পারে। টোকিও অলিম্পিক পেছানোর ব্যাপারে আমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখকে প্রস্তাব দিয়েছিলাম। তিনি শতভাগ সম্মত হয়েছেন এ ব্যাপারে।’

এ ছাড়া গেমস পেছানোর ইঙ্গিত গতকাল আইওসি সভাপতি টমাস বাখও দিয়ে রেখেছিলেন। তবে গেমস স্থগিত হওয়াটা জাপান সরকারের জন্য বিরাট এক ক্ষতির কারণই হবে। এরই মধ্যে দেশটির সরকার গেমস আয়োজনের পেছনে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ করে ফেলেছে। এ ছাড়া স্পনসর ও সম্প্রচারের দিক থেকেও অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে দেশটি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মার্চ,২০২০)