সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় সন্ত্রাসী দুই পক্ষের ‘গোলাগুলিতে’ ওয়াহেদ আলী গাজী নামে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার ভোর ৩টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের পাশে দাউদ আলীর আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহেদ আলী গাজী ধুলিহর তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।

ওয়াহেদ আলী গাজীর প্রতিবেশী বাবু জানান, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন ওয়াহেদ। মাছের ব্যবসাও করতেন। থানায় তার নামে মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, ভোরে চৌকিদারের মারফত সংবাদ পাই সেখানে গোলাগুলি হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওয়াহেদ আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে ওয়াহেদ আলী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল, দুই রাউন্ড গুলি ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। তার নামে থানায় হত্যা, নাশকতাসহ ছয়টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭মার্চ,২০২০)