দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ হাজার ৫শ ৩৭ জন আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটার এর সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ইতোমধ্যেই করনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯শ ৭২ জন। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৫শ ৩৭ জনের আক্রান্তের ঘটনা ঘটেছে। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৭ জনে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৪৬৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৯৬ হাজার। এদের মধ্যে ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের পর প্রাণঘাতী এ ভাইরাসে সবচে বেশি আক্রান্তের ঘটনা ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৪শ ৯৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ১শ ৩৪ জনের। শুধু গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯১৯ জন প্রাণ হারিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮মার্চ,২০২০)