দ্য রিপোর্ট প্রতিবেদক: সাধারণ ছুটির মধ্যেই খুলেছে কিছু পোশাক কারখানা। যখন করোনার সংক্রমণ রোধে সারা দেশের মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই সময় সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে কিছু গার্মেন্টস খোলা হয়েছে। গার্মেন্টস শ্রমিকরা আজ রোববার সকালেই দল বেঁধে এসব গার্মেন্টসে এসে কাজে যোগ দিয়েছেন।

যদিও গতকাল শনিবার রাতে বিজিএমইএ’এর সভাপতি রুবানা হক এক অডিও বার্তায় ১১ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ব্যবসায়িক স্বার্থের কাছে জনস্বাস্থ্যের ইস্যুটি পরাজিত হলো এবং কিছু কিছু গার্মেন্টস খুললো।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে বাংলাদেশে করোনার ঝুঁকি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে।

প্রসঙ্গত যে, রুবানা হক গতকাল বলেছিলেন যে, শ্রমিক যদি কোনও কারণে এবং সঙ্গত কারণে উপস্থিত না থাকেন কারখানায় মানবিক বিবেচনায় তার চাকরিটি হারাবেন না। মার্চ মাসের বেতন আমাদের শ্রমিকরা পাবেনই। এটি আমরা নিশ্চিত করতে চাই। এটি আমাদের যত কষ্ট হোক, যাই হোক আমরা মার্চ মাসের বেতন দেব। কিন্তু সব আশ্বাস উপেক্ষা করে চাকরি বাঁচানোর আশায় শ্রমিকরা কাজে ফিরলো।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫এপ্রিল,২০২০)