দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়লো। কাল থেকে শুরু হওয়া লকডাউনের এই চতুর্থ পর্বে কোথায় কোথায় কী কী বিধি নিষেধ জারি থাকছে, কী কী ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বিস্তারিত নির্দেশিকা এখনও ভারত সরকার জানায়নি।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, লকডাউন নির্দে্শিকার এই বিলম্ব নিয়ে ইতিমধ্যেই অনেক রাজ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে কেন্দ্র থেকে ঘোষণা আসার আগেই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করে দিয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব ও তামিলনাড়ু।

প্রসঙ্গত, ভারতে খুব দ্রুতই করোনার সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই ভারত সংক্রমণের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। এমন অবস্থায় চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া আর গতি ছিল না ভারতের সামনে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মে, ২০২০)