দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার হিসেবে সদ্য বিদায়ী সচিব আব্দুল হালিমকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (০২ জুন) তাকে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। উপসচিব ড. নাহিদ হোসেন সাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ করা হল।

উল্লেখ্য, আব্দুল হালিম সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে অবসরে গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২জুন, ২০২০)