দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি মাসে (জুন) করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু যেন প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়ে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে।

এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জনে।

রোববার (৭ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। ২৪ ঘণ্টার মধ‌্যে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৮৪২টি। সারা দেশে ৫২টি ল‌্যাবে গতকালকেরসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭ জনের।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪ শতাংশ। নিহতদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুন, ২০২০)