দ্য রিপোর্ট ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের একটি স্বাস্থ্যকেন্দ্রে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে জানা গেছে। মঙ্গলবারের এই ঘটনায় সিনা আথার নামক ক্লিনিকটিতে ১৯জন  নিহত ছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।

জানা গেছে, বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে কর্মকর্তারা জানিয়েছে।

তেহরান দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালেকি ইরানের বার্তা সংস্থা ইসনাকে বলেন, হতাহতদের মধ্যে অনেকে ক্লিনিকে উপরের তলায় অপারেশন রুমে ছিলেন। দুর্ভাগ্যবশত তাপ এবং ঘন ধোঁয়ায় তারা প্রাণ হারিয়েছেন। গ্যাস লিকের কারণে তেহরানের ক্লিনিকটিতে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ জুলাই, ২০২০)