যশোর প্রতিনিধি: যশোরের খাজুড়া বাসস্ট্যান্ড হতে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ ৩ জন আসামী (হুন্ডি ব্যবসায়ী) আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যানা যায় যে, বেশ কয়েকটি হুন্ডি চোরাকারবারী চক্র দীর্ঘদিন যাবত যশোর বেনাপোল রোড়ে চোরাচালানী কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৩ জুলাই বিকালে যশোর বিজিবির বিশেষ দল বেনাপোল সীমান্ত হতে যশোর ঢাকাগামী একটি প্রাইভেটকারবাহী চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১৫০০০ ইউএস ডলার এবং প্রাইভেটকার যা বাংলাদেশী টাকায় ১,২২,৫৬,৬০০/- (এক কোটি বাইশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শত) আটক করতে সক্ষম হয়। আটককারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করে।

আটককৃত আসামীদের নাম ১। মোঃ শাহ আলম (৩৫), পিতা-মোঃ ইয়াছিন সরকার, গ্রাম-বালুন্ডা, ডাকঘর-বেনাপোল, জেলা-যশোর ২। মোঃ মাসুদ রানা (২৮), পিতা-মোঃ আব্দুস সালাম, গ্রাম-রামচন্দ্রপুর, ডাকঘর-লক্ষণপুর, উপজেলা-শার্শা, জেলা-যশোর ৩। মোঃ জাকির হোসেন (৩৬), পিতা-মোঃ আব্দুল বারী, গ্রাম-গাজীপুর, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরেদ্ধে সীমান্তে কঠোর নজরধারী জারী রয়েছে।

এ ব্যাপারে প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪জুলাই, ২০২০)