দ্য রিপোর্ট প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে শুল্ক কমিয়ে চাল আমদানি করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবন থেকে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এই ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই। কেউ কেউ অপচেষ্টা চালিয়ে চালের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করছে। এ বিষয়ে কঠোর অবস্থানে আছে সরকার। পাশাপাশি শুল্ক কমিয়ে চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুলাই, ২০২০)