দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে আসছে তালিকাভুক্ত ১৯ ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার। যেগুলোর বর্তমান বাজার দর রয়েছে ১ হাজার ৫৬৬ কোটি টাকা। কিন্তু পুঁজিবাজারে বর্তমানে এই বিশাল বোনাস শেয়ারের চাপ নেওয়ার মতো সক্ষমতা নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

২০১৯ সালের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে ৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এছাড়া ১৫টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ ২০১৯ সালের ব্যবসায় ১৯টি ব্যাংকের বোনাস শেয়ার পুঁজিবাজারে যোগ হতে যাচ্ছে।

এবছর ফ্লোর প্রাইসের (দরের সর্বনিম্ন সীমা) কারনে অনেকাংশেই ব্যাংকের বোনাস শেয়ার সমন্বয় হবে না। অধিকাংশ ব্যাংকের শেয়ার দর ফ্লোর প্রাইসে থাকার কারনে এমনটি হতে যাচ্ছে। যে কারনে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ারও ফ্রি হয়ে যাবে।

তালিকাভুক্ত ১৯ ব্যাংকের পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় ১১১ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৪৯৩টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে। এতে ব্যাংকগুলোর ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ৯৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়বে। যে শেয়ারগুলোর বর্তমান (১১ জুলাই) বাজার দর রয়েছে ১ হাজার ৫৬৫ কোটি ৮৪ লাখ টাকা।

এর আগের বছর ব্যাংকগুলো ২২০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৩৯৫টি বোনাস শেয়ার দিয়েছিল। ওই বছরের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছিল ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। আর ৮টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছিল। অর্থাৎ ২০১৮ সালের ব্যবসায় ২৪টি ব্যাংকের বোনাস শেয়ার পুঁজিবাজারে যোগ হয়েছিল।

পুঁজিবাজার বিশ্লেষক আবু বলেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে বোনাস শেয়ার দেওয়ার বিষয়টি একটু অন্য রকম। অনেক ব্যাংককে ব্যাসেল-২ এর শর্ত পরিপালনে বোনাস শেয়ার দিতে হচ্ছে। তবে অনেক ব্যাংকের নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও নেই। একটা পর্যায়ে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরেও বোনাস শেয়ারের কারনে পুঁজিবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে। চাহিদা না থাকা সত্ত্বেও প্রতিবছরই বোনাস শেয়ারের বড় চাপ বাজারে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, পরিচালকদের বোনাস শেয়ার নিয়ে খামখেয়ালিমূলক সিদ্ধান্তের কারনেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন কঠোর অবস্থানে রয়েছে। যে কারনে এবছর বোনাস শেয়ার কমে এসেছে।

নিম্নে ব্যাংকগুলোর ২০১৯ সালের ব্যবসায় পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস শেয়ারের তথ্য তুলে ধরা হল-

ব্যাংকের নাম ২০১৯ সালের বোনাস বোনাস শেয়ারের সংখ্যা বাজার দর (কোটি টাকা)
আইএফআইসি ব্যাংক ১০% বোনাস ১৪৭২৬১২৬১ ১২৯.৫৯
ন্যাশনাল ব্যাংক ৫% বোনাস ১৪৬০১৯৯৩৫ ১১০.৯৮
উত্তরা ব্যাংক ২৩% বোনাস ৯৩৮৫৮৮৪৭ ২২২.৪৫
ব্র্যাক ব্যাংক ৭.৫% বোনাস ৯২৫০৩১৫০ ২৯৫.০৯
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১০% বোনাস ৮৬২৫০৯২৮ ৭৩.৩১
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৫% বোনাস ৫৭৯৭৭১৮৬ ৭৪.৭৯
স্ট্যান্ডার্ড ব্যাংক ৫% বোনাস ৪৭৯০৪৩২৩ ৩৭.৮৪
মার্কেন্টাইল ব্যাংক ৫% বোনাস ৪৬৮৫৭৯১৫ ৪৯.৬৭
শাহজালাল ইসলামি ব্যাংক ৫% বোনাস ৪৬৬৭১০৬৪ ৮৯.৬১
প্রিমিয়ার ব্যাংক ৫% বোনাস ৪৬২০৪৬৮৩ ৪৬.২০
সোশ্যাল ইসলামী ব্যাংক ৫% বোনাস ৪৪৬৬৭০৬৮ ৫৪.৪৯
ঢাকা ব্যাংক ৫% বোনাস ৪২৬৬০৫৯১ ৪৬.৯৩
ওয়ান ব্যাংক ৫% বোনাস ৪২১৫৯৩৫৩ ৪০.০৫
­এবি ব্যাংক ৫% বোনাস ৩৭৯০৬৫১৬ ২৭.৬৭
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৫% বোনাস ৩৫১৭২৯৭২ ৮৪.৭৭
ট্রাস্ট ব্যাংক ৫% বোনাস ৩০৬৩৩১৪২ ৭৫.৩৬
সাউথইস্ট ব্যাংক ২.৫% বোনাস ২৮৯৯৮৫৪৯ ৩২.৭৭
রূপালি ব্যাংক ৫% বোনাস ২০৭০৮৪৩২ ৫০.৫৩
এনসিসি ব্যাংক ২% বোনাস ১৮৫৪৭৫৭৮ ২৩.৭৪
মোট . ১১১২৯৬৩৪৯৩ ১৫৬৫.৮৪