দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারেও ঢুকে পড়েছে করোনাভাইরাস। বুধবার সৌরভের বড় ভাই ও বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব স্নেহাশীষ গাঙ্গুলী কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। এরপর থেকেই কোয়ারেন্টিনে আছেন সৌরভসহ তাদের গোটা পরিবার। ব্যাপারটি নিশ্চিত করেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এক কর্মকর্তা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ঐ কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুধবার রাতে স্নেহাশিসের করোনাভাইরাস পরীক্ষার ফল আসে পজিটিভ। স্নেহাশিস নিজেও সাবেক ক্রিকেটার, এখন সিএবির যুগ্ম সচিব।

কোভিট-১৯ ধরা পড়ার পরই স্নেহাশিসকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হালকা জ্বর ছাড়া তার আপাতত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সিএবির ওই কর্মকর্তা। এ ব্যাপারে সিএবিএর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গত কয়েকদিন ধরে জ্বর ছিল তার। আজ (গতকাল) পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছে।’ এদিকে সৌরভের কাছের এক সূত্র জানিয়েছে, ‘বুধবার সন্ধ্যায় পরীক্ষার ফল এসেছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী, সৌররভকে নির্দিষ্ট একটা সময় কোয়ারেন্টিনে থাকতে হবে।’

কিছুদিন আগেও একবার স্নেহাশিসের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। পরে তিনি তা উড়িয়ে দেন। কয়েক দিন আগে ভারতের একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, ‘আমার ভাই প্রতিদিন আমাদের কারখানাগুলো পরিদর্শনে যায়, সে বেশি ঝুঁকিতে আছে।’

স্নেহাশিসের আগে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন করোনার আক্রান্ত হন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬জুলাই, ২০২০)