দ্য রিপোর্ট ডেস্ক: একজন কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার। তার সামনে থেকে গোল করা ছিল ফরোয়ার্ডদের জন্য এক দুরহ কাজ। খেলা ছেড়ে এখন কোচিংয়ে মন দিয়েছেন ইতালির সাবেক তারকা জেন্নারো গাত্তুসো। এবার সেই তিনিই মুখ খুললেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে নিয়ে। কিং লিওকে আটকানোর মতো নাকি কোন কলাকৌশলই আসলে নেই।

এখন পর্যন্ত এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলা শেষ। তবে সবার চোখ এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগে। আগামী ৮ আগস্ট হবে শেষ ষোলোর দ্বিতীয় লেগের বাকি থাকা চার ম্যাচ। যার একটিতে লড়বে গাত্তুসোর নাপোলি। প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। যার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। নাপোলির কাজ আরও কঠিন করার জন্য বার্সা শিবিরে প্রস্তুত আছেন তিনি। নাপোলি কোচ গাত্তুসোর মতে, তিনি শুধু স্বপ্নেই মেসিকে আটকাতে পারতেন। বাস্তবে এটি কোনোভাবেই সম্ভব নয়। সিরি ‘আ’তে নিজেদের শেষ ম্যাচের পর নাপোলি কোচ বলেছেন, ‘আমি শুধু নিজের স্বপ্নেই মেসিকে আটকাতে পারব। অথবা যদি আমার ছেলে প্লে স্টেশনে বার্সা-নাপোলি ম্যাচ খেলি সেখানে হয়তো মেসিকে ধরতে পারব।’

সিরি ‘আ’র শেষ ম্যাচে লাজিওর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে নাপোলি। এ জয় দলটির জন্য কি বাড়তি প্রেরণা হবে বার্সেলোনা ম্যাচে। এ ব্যাপারে গাত্তুসো বলেন, ‘বার্সা এবং লাজিও দুইটি ভিন্ন দল, ভিন্ন স্টাইলে খেলে। লাজিও যেখানে শারীরিক ফুটবল খেলে, বার্সেলোনা সেখানে পুরোটাই কোয়ালিটির ওপর। আমি মনে করি এটা পুরো ভিন্ন এক ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘আমার একটা দল হয়ে খেলতে হবে এবং নিজেদের সুযোগের ব্যপারে আত্মবিশ্বাসী হতে হবে। আমরা জানি ম্যাচটা দারুণ জমবে। তবে আমাদের নির্ভার থাকতে হবে, যাতে নিজেদের সামর্থ্য বোঝাতে পারি।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৩আগস্ট, ২০২০)