দ্য রিপোর্ট ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোরা বিস্ফোরণের ঘটনায় মো. জামাল নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা ছয় জনে দাঁড়াল।

মঙ্গলবার সকালে মাউন্ট লেবানন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। হাসপাতালটিতে তিনি ২১ দিনি ধরে চিকিৎসা নিচ্ছিলেন।

জানা গেছে, নিহত জামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। তার বাবার নাম দুধ মিয়া। তিনি ২০১৮ সালে কোম্পানি ভিসায় লেবানন যান। বিস্ফোরণের সময় সে বৈরুত বন্দর সংলগ্ন ঝিমাইজি এলাকায় একটি পিজা সপে কাজ করছিল। বিস্ফোরণে পিজা সপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে জামাল মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে মাউন্ট লেবানন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬আগস্ট, ২০২০)