দ্য রিপোর্ট প্রতিবেদক: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাংসদ নূর মোহাম্মদের ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান জানান, করোনাকালীন (মার্চ-আগস্ট) ৬ মাসের মধ্যে ৫ মাসেরও বেশি সময় নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে রয়েছেন তিনি। কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের খোঁজখবর নিয়েছেন। সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। গত ৪-৫ দিন যাবৎ অসুস্থবোধ করায় গত বুধবার তিনি করোনা পরীক্ষা করান। আজ শুক্রবার ফলাফল পজিটিভ আসে।

মামুনুর রহমান আরো বলেন, এমপি (নূর মোহাম্মদ) বর্তমানে ভালো আছেন। তিনি যেন সুস্থ হয়ে এলাকার মানুষের সেবায় খুব দ্রুত আবারো ফিরতে পারেন এজন্যে সবার কাছে দোয়া চেয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯আগস্ট, ২০২০)