দ্য রিপোর্ট ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এএফসি কাপ-২০২০ বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

এরআগে গত মার্চে করোনার কারণে স্থগিত হয়েছিল এএফসি কাপের খেলা। আগামী অক্টোবরে ‘ই’ গ্রুপের খেলা মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে শুরুর কথা ছিল। এজন্য ক্যাম্প শুরু করেছিল বসুন্ধরা কিংস। তাদের সেই প্রচেষ্টা ভেস্তে গেল।

কয়েকদিন ধরেই অবশ্য এএফসি কাপ বাতিলের গুঞ্জন ছিল। তবে বৃহস্পতিবার প্রতিযোগিতার ভাগ্য নির্ধারণে এএফসির কর্মকর্তারা অনলাইন বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় টুর্নামেন্ট বাতিলের।

(দ্য রিপোর্ট/আরজেড/১০সেপ্টেম্বর, ২০২০)