দ্য রিপোর্ট প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর দায়ের করা দুটি মামলার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নুরের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থী একটি মামলা করেছে। মামলাটি পুলিশ তদন্ত করছে। বিষয়টি আমাদের নলেজে রয়েছে। যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশেই তদন্ত করছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

গত রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি করেন। সেই মামলায় ছয়জনকে আসামি করা হয়। নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গতকাল রাতে নুরসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

আজ ওই শিক্ষার্থী রাজধানীর কোতায়ালী থানায় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন। মামলায় আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ, হাসান আল মামুন, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত নাজমুল হাসান।

(দ্য রিপোর্ট/আরজেড/২২সেপ্টেম্বর, ২০২০)