দ্য রিপোর্ট প্রতিবেদক: নিবন্ধিত হলো দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম।  ১ অক্টোবর বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে পোর্টালটির নিবন্ধন আবেদন চালানসহ গৃহিত হয়। নিবন্ধন নং – ০০০১৩।

গত ৩১ জুলাই ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার ওয়েবসাইটকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়। পরে সেই আদেশ সংশোধন করে সেখান থেকে পত্রিকার ওয়েবসাইটগুলো বাদ দিয়ে ৩৪টি অনলাইন পত্রিকাকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

সাংবাদিক তৌহিদুল ইসলাম মিন্টুর সম্পাদনায় ২০১৪ সালের ৩ জানুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম।

পোর্টালটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নেয়। মাঝে নানা চড়াই উৎরায় পেরিয়েছে দ্য রিপোর্ট। তবু স্বকীয়তায় সমুজ্জ্বল।

এই আনন্দঘন মুহূর্তে দ্য রিপোর্ট পরিবারের পক্ষ থেকে সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু সরকারের তথ্য মন্ত্রণালয়সহ সকল পাঠক, বিজ্ঞাপনাদাতা , দ্য রিপোর্ট পরিবারের বর্তমান ও সাবেক সহকর্মীরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

(দ্য রিপোর্ট /এএস/ টিআইএম/ অক্টোবর০১, ২০২০)