দ্য রিপোর্ট প্রতিবেদক: কৃষিখাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ইতালি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। বাংলাদেশ সরকারের অনুরোধে ইতালিয়ান সরকার তাদের কৃষিখাত কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।

এর আগে, ইতালিয়ান সরকার এই সুবিধাটি প্রত্যাহার করে নিয়েছিলো। এ বছর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রোমে সেদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে তাদের কৃষিখাত কর্মসূচিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন।

ইতালিয়ান সরকার প্রধানমন্ত্রীর অনুরোধকে সম্মান জানিয়ে, বাংলাদেশি নাগরিকদের এই সুযোগটি দিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ অক্টোবর, ২০২০)