দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানে জোরালো গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন; আহত শতাধিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ঘর’ প্রদেশে পুলিশ হেডকোয়ার্টার এবং প্রশাসনিক ভবনের বাইরে হয় হামলা। এতোটাই জোরালো ছিলো বিস্ফোরণ যে কয়েক মাইল থেকে শোনা গেছে শব্দ।

অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ডাক্তারদের শঙ্কা- বাড়তে পারে মৃতের সংখ্যা। তবে এখনো কোন সংগঠন দায় স্বীকার না করলেও; ধারণা করা হচ্ছে- এটি তালেবান হামলা।

সশস্ত্র সংগঠনটির অভিযোগ, হেলমান্দ প্রদেশে যৌথভাবে বিমান অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আফগান সরকার। যা ফেব্রুয়ারিতে সইকৃত চুক্তির লঙ্ঘন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ অক্টোবর, ২০২০)