দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আরও ২০ জনের মত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮৩৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর নতুন সুস্থ হয়েছেন এক হাজার ৫২৩ জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষায় এক হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার লাখ ১ হাজার ৫৮৬ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৮৩ হাজার ৯৭৪টি।

আর নতুন যারা মারা গেছেন তাদের ১২ জনই ষাটোর্ধ্ব। এছাড়া পঞ্চাশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন ও আরেকজনের বয়স ১০ বছরের বেশি।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুইজন ও খুলনা একজন রয়েছেন।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪৯৪ জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) এবং নারী এক হাজার ৩৪৪ জন (২৩ দশমিক শূন্য ২ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫২৩ জন। মোট সুস্থতার পরিমাণ তিন লাখ ১৮ হাজার ১২০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটে কোভিড-১৯ মহামারির। এরপর এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ অক্টোবর, ২০২০)