দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তির আগুনে দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কিছু সময় পরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৪০টি ঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাদের কত শতাংশ পুড়ে গেছে এখনো তা জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ অক্টোবর, ২০২০)