দ্য রিপোর্ট ডেস্ক: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি করেছে দেশটি। বুধবার দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।

আপাতত ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে এই টিকা। বেলারুশ, আরব আমিরশাহি ও ভেনেজুয়েলায় চলছে ট্রায়াল। এছাড়া ভারতে চলছে দ্বিতীয়-তৃতীয় দফার ট্রায়াল। রাশিয়ায় ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ১০ হাজার মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

রাশিয়ার দাবি, পরীক্ষামূলক প্রয়োগের পরে কারো শারীরিক কোনো সমস্যা দেখা যায়নি। তবে এটি প্রাথমিক রিপোর্ট। টিকা প্রয়োগ করার ২১ দিনের মাথায় এই রিপোর্ট দেয়া হয়েছে। আরও কিছুটা সময় কাটলে এই বিষয়ে স্পষ্ট ফল জানা যাবে।

গত আগস্ট মাসে পৃথিবীর প্রথম দেশ হিসেবে স্পুটনিক ভি টিকার কার্যকারিতা দাবি করে রাশিয়া। সেই সময় বলা হয়, এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য দ্রুত বাজারে নিয়ে আসা হবে।

এর আগে গত সোমবার ফাইজার ও বায়োএনটেক তাদের ভ্যাকসিনের ৯০ শতাংশ কার্যকারিতার কথা জানিয়েছে।