দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী মঙ্গলবার থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তার আগে শুক্রবার অংশগ্রহনকারী ৫টি দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করানো হয়েছে। ফল প্রকাশিত হয়েছে রাতেই। এরপরই জানা গেল এ পরীক্ষায় উতরে গেছেন মোহাম্মদ আশরাফুল-তামিম ইকবালরা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের পাঁচ দলের মধ্যে বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, ফরচুন বরিশাল ও জেমকন খুলনা- চারটি দলের স্কোয়াডেই করোনার উপস্থিতি নেই। তবে গাজী গ্রুপ চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়ের শরীরে মিলেছে ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি।

কয়েকদিন আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে দেশে ফিরেছেন তামিম। তাই করোনা পরীক্ষার ফলাফলে তার দিকেই নজর ছিল সবার। তবে মিলিয়ে স্বস্তির খরব। নিরাপদে আছেন তামিম।

আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। টুর্নামেন্ট জুড়ে মোট ২৪টি ম্যাচ হবে। প্রতিটি দল লিগ পর্বে ৮টি করে ম্যাচ খেলবে, একে অপরের মোকাবেলা করবে ২ বার করে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল প্লে-অফে খেলার সুযোগ পাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১নভেম্বর, ২০২০)