দ্য রিপোর্ট প্রতিবেদক:  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ব্লক মার্কেটে রবিবার ৬৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ১৭ কোম্পানির মোট ৫৪ লাখ ৪৭ হাজার ৭৮৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিনব্লক মার্কেটে ৪৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডেবিডি। কোম্পানিটি এদিন৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

রবিবার, ব্লক মার্কেটে ৩ কোটি ৩৫লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট,এডিএন টেলিকম ব্রাক ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট,ডেসকো, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স,সী পার্ল বীচ, সিমটেক্স, এসকে ট্রিমস লিমিটেড ওসামিট অ্যালায়েন্স পোর্ট।

দ্য রিপোর্ট/এএস/২২ নভেম্বর/২০২০