দ্য রিপোর্ট ডেস্ক: ৬০ বছর বয়সে মারা গেলেন ফুটবল রাজপুত্র ম্যারাডোনা। তার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। একের পর এক শোকবার্তা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা বিশ্বই। এবার বিশ্বকাপজয়ী ম্যারাডোনার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন আরেক বিশ্বকাপজয়ী পেলে।

সোশ্যাল মিডিয়ায় ম্যারাডোনার মৃত্যুতে পেলে লিখেছেন, 'মর্মান্তিক খবর। দারুণ এক বন্ধুকে আজ হারালাম আমি। বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। আরও অনেক কিছুই বলার রয়েছে, তবে এখনকার মতো শুধু বলতে চাই, ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিক। একদিন আকাশেও ফুটবল খেলব আমরা।'

ম্যারাডোনা ও পেলের মধ্যে কে শ্রেষ্ঠ- এই তর্ক ফুটবল দুনিয়ায় চিরকালের। প্রসঙ্গত, পেলের ৮০ বছরের জন্মদিনে ম্যারাডোনার বার্তা ছিল, 'সর্বজনীন শ্রদ্ধা রাজাকে।'

আর ম্যারাডোনা যখন ৬০-এ পা রাখলেন, জন্মদিনের শুভেচ্ছা বার্তায় পেলে লিখলেন, 'আমার দারুণ বন্ধু। তোমার যাত্রা দীর্ঘ হোক। আমি পাশে থাকব। তোমার মুখের অম্লান হাসি দেখে যেন আমিও হাসতে পারি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬নভেম্বর, ২০২০)