দ্য রিপোর্ট প্রতিবেদক: গতকালের চেয়ে ১৫৫ কোটি ৫৮ লাখ টাকা বেশি লেনদেনের মাধ্যমে শেষ হয়েছে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারের লেনদেন। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। 

গতকাল লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার গতকাল লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।এদিন মূল্য সূচকেও সামান্য উত্থান দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১১১৮ ও ১৬৮৯ পয়েন্টে।

এদিন,ডিএসইতে হাতবদল হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৬টির।

দ্য রিপোর্ট/এএস/২৬নভেম্বর,২০২০