দ্য রিপোর্ট ডেস্ক: সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও আরও চার বছর ক্ষমতায় থাকার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ‘আগামী ৪ বছরের মেয়াদ ২০২১ সালের জানুয়ারিতে শুরু হতে পারে।’

মঙ্গলবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউসে আসন্ন বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে ট্রাম্পের শতাধিক ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা অসাধারণ ৪টি বছর কাটালাম। আমরা আরও ৪ বছর থাকছি। আরও চারবার এ ধরনের অনুষ্ঠান করবো।’

নির্বাচনে তিনি জয়ী হয়েছেন দাবি করে বলেন, ‘কিন্তু তারা (ডেমোক্র্যাটরা) এটা পছন্দ করেনি। আমার আইনি দলের সঙ্গে যে ভুয়া শুনানি হয়েছে, তা কি আপনারা দেখেছেন? সত্যিই এটি ছিলো হতাশাজনক।’

ট্রাম্প জানান, তিনি জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবেন না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে তার অভিযোগ প্রত্যাহার করবেন না।

এদিকে, জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিন ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকেই ধরে নিয়েছেন, তিনি অভিষেক অনুষ্ঠানে থাকবেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ডিসেম্বর, ২০২০)