দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান নির্বাচিত হয়েছেন।

ফরিদা ইয়াসমিন ভোট পেয়েছেন ৫৮১। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সবুজ-ইলিয়াস পরিষদের কামাল উদ্দিন সবুজ। তিনি পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক ভোট পেয়েছেন ৩৯৩।

এছাড়া, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল আলম ও কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয় বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ ডিসেম্বর, ২০২০)