দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনায় বাংলাদেশে এখনো সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম। দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছে সরকার। তিনি বলেন, ১ লাখ ২১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

মহামারি সত্ত্বেও অর্থনীতি সঠিক পথে অগ্রসর হচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, মুজিববর্ষে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছাবে।

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ভাষণ শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রীর দেয়া এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি এফএম রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ জানুয়ারি, ২০২১)